মেসি-এমবাপ্পের ঝলকে জয়ে ফিরল পিএসজি
ঘরের মাঠে জয় পেলেও ম্যাচের শুরুটা ছিল পিএসজির জন্য ভয়ের কারণ। গতম্যাচের স্মৃতি হয়তো উঁকিও দিচ্ছিল এমবাপ্পে-মেসিদের মনে। মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে শনিবার আবার ম্যাচ শুরু করে পিএসজি। গত ম্যাচের মতোই ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে…