অমর একুশে গ্রন্থমেলা: ছোট গল্প-উপন্যাসের বই বিক্রি বেশি

প্রতিবারের মতোই এবারেও অমর একুশে গ্রন্থমেলায় অন্যান্য বইয়ের চেয়ে বিক্রি বেশি ছোট গল্প ও উপন্যাসের বই। বইপ্রেমীরা আগ্রহ নিয়েই কিনছেন পছন্দের লেখকের উপন্যাসের বই।

0 18,832

এবারও তরুণ লেখকদের গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞান, অনুবাদ সাহিত্যসহ বিভিন্ন বইমেলায় সাড়া ফেলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অমর একুশে বইমেলায় ভিড় বাড়ে বইপ্রেমীদের। বইমেলা কয়েক দিন অতিবাহিত হওয়ার পাশাপাশি প্রকাশ পেয়েছে অনেক নতুন বই।

 
তবে সাহিত্যের বইয়ের চেয়ে উপন্যাসের চাহিদা বেশি এবারের বইমেলায়। দেশি লেখকের উপন্যাসের বইয়ের পাশাপাশি বিদেশি লেখকের অনুবাদের বইও বিক্রি হচ্ছে সমান তালে।

জনপ্রিয় লেখকের পাশাপাশি তরুণ লেখকদের ছোট গল্প ও উপন্যাস কেনার আগ্রহ পাঠকদের মধ্যে দেখা গেছে। বইয়ের ভালো বিক্রি হওয়ায় খুশি লেখক প্রকাশকরাও।

জমে উঠেছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। যেখানে একটা বড় অংশজুড়েই থাকেন তরুণ পাঠক ও সাহিত্যিকরা।

প্রকাশকরা বলছেন, তরুণদের বইও ভালো বিক্রি হচ্ছে। তবে, লেখার মান উন্নয়নে তাগিদ দিচ্ছেন তারা। তরুণ লেখকদের অভিযোগ-অনেক ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন তারা। লেখার গুনগন মান যাচাইয়ে প্রকাশকদের কাছে সহাযোগিতা চান নবীনরা।

নবীন লেখকদের মধ্যে অনেকেই তরুণ পাঠকদের কাছে জনপ্রিয়। থ্রিলার ও বিজ্ঞানভিত্তিক বই পাঠকদের পছন্দের তালিকায় বেশি।

দিন যত যাচ্ছে মেলায় বিক্রি ভালো হওয়ায় সময় বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকাশকরা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি দীর্ঘ প্রতীক্ষা ও টানাপোড়েনের পর উদ্বোধন করা হয় ৩৮তম অমর একুশে বইমেলার। ওই দিন বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করেন।

এবারের অমর একুশে বইমেলা ২০২২-এর মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এবারের প্রতিপাদ্য বিষয় মেলাকে ভিন্ন মাত্রা দিয়েছে।
Leave A Reply

Your email address will not be published.