শনাক্তের হার নামল ৫ শতাংশে
দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের প্রভাব কমতে শুরু করেছে। এরইমধ্যে স্বাস্থ্য অধিদফতরের ২৪ ঘণ্টার করোনার পরিসংখ্যানে এমন তথ্য দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারও কমে এসেছে পাঁচের ঘরে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২২ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। এখন পর্যন্ত মোট ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে উঠলেন বলেও জানাচ্ছে অধিদফতর।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।