সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 11,386

সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮৮ রানে হারায় বাংলাদেশ। সবুজের প্রতিনিধিদের ৩০৬ রানের জবাবে ২১৮ রানে থেমেছে আফগানদের ইনিংস। ফলে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগার বাহিনী। তৃতীয় ম্যাচে সোমবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ তামিমদের সামনে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ৪ উইকেটে। এ ম্যাচে জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুই এবং ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে।

চট্টলার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের পেস তোপে শুরু থেকেই চাপের মুখে ছিল রশিদ খানরা। ১৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে দল। আফগানদের দুটি উইকেটই পড়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের কল্যাণে। এ পেসারের প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবর থ্রো-ইনে রানআউটের শিকার হন রিয়াজ হাসান। এরপর ওয়ানডাউনে খেলতে নামা হাশমতউল্লাহ শহীদিকেও সাজঘরে ফেরান তিনি। মুশফিকের হাতে ধরা পড়েন আফগান অধিনায়ক। দুজন মিলে স্কোর বোর্ডে যোগ করেন মাত্র ৬ রান।

দুই উইকেট হারিয়ে ফেললেও ওপেনার রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবিরা আশা দেখিয়েছিলেন আফগানিস্তানকে। কিন্তু তাদের প্রচেষ্টাও যায় বিফলে। রহমত ৫২, জাদরান ৫৪, নবি ৩২ ও রশিদ খান ২৯ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব ও তাসকিন।

এর আগে লিটন দাসের পঞ্চম ওয়ানডে শতক ও মুশফিকুর রহিমের ৮৫ রানে ভর করে ৩০০ পার করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে টাইগার বাহিনী তোলে ৩০৬ রান। লিটন করেন ১৩৬।

Leave A Reply

Your email address will not be published.