যুক্তরাষ্ট্র সফরসূচি নির্ধারিত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনার কারণে স্থগিত মার্কিন যুক্তরাষ্ট্রের সফরসূচি এখনো ঠিক হয়নি।

0 8,138

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেলিফোন আলাপে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সফরসূচি তৈরিতে সময় লাগছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি র‌্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। মানবাধিকার লঙ্ঘনের এ ইস্যুটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় আলোচনার আশ্বাস দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও তারা করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Leave A Reply

Your email address will not be published.