পিএসজি কাউকে ভয় করে না: মেসি

চ্যাম্পিয়ন্স লিগে সেরা দল ও সেরা খেলোয়াড়রা খেলে বিধায় এর শিরোপা জেতা কঠিন কাজগুলোর একটি। যদিও পিএসজি কোনো ক্লাবকে ভয় করে না- এমনই মন্তব্য করেছেন দলের আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। পিএসজির অফিশিয়াল মেগাজিনের পাতায় সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

0 8,873

কঠোর প্রচেষ্টা সত্ত্বেও এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি লিওনেল মেসির ক্লাব পিএসজির। এবারো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লিগে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারও দিয়েছে ফরাসি ক্লাবটি। অধরা শিরোপাটি কি মেসি যুগে উঁচিয়ে ধরতে পারবে পিএসজি? আর্জেন্টাইন তারকা নিজেই মনে করেন, এটি কঠিন কাজগুলোর একটি।

মেসির ভাষ্য, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন। এখানে সেরা দল ও সেরা খেলোয়াড়রা প্রতিযোগিতা করে থাকে। দুর্বলতা থাকলে আপনি টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারেন। বড় দলগুলোও এখানে মিক্সড করা থাকে। আমরাও এবার চেষ্টা করছি। এই শিরোপা জয়ের ব্যাপারে সবাই উত্তেজিত। কিন্তু এ জন্য শান্ত থাকতে হবে।’

মেসি যোগ করেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে প্রায় সময় সেরা দলও শিরোপা জিতে না। এবং আপনাকে সবগুলো বিষয়ে নজর রাখতে হবে। শক্তিশালী দল তারাই যারা সব টার্গেট পূরণ করে।’

নিজেদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন হলেও মেসি মনে করেন পিএসজি দিন দিন উন্নতি করছে। তিনি বলেন, পিএসজি এমন একটি ক্লাব যেটি দিন দিন উন্নতি করছে। এই ক্লাবটি আরও উন্নতি করার চেষ্টাও করছে। এটা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি। তাই অন্য ক্লাবগুলোকে আমাদের ভয় করার কারণ নেই।’

মেসি পিএসজিতে যাওয়ায় শক্তিশালী হয়েছে পিএসজির আক্রমণভাগ। এই ক্লাবেই খেলে থাকেন বিশ্বসেরা ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও অ্যাঞ্জেল ডি মারিয়ারা, আছেন কিলিয়ান এমবাপ্পেও। যদিও মেসি তাকে (এমবাপ্পে) আগে খুব একটা চিনতেন না বলে মন্তব্য করেছেন। আর্জেন্টাইন তারকার ভাষ্যমতে, ‘আমি নেইমার ও মারিয়াকে আগে থেকে চিনতাম। কিলিয়ান এমবাপ্পেকে চিনতাম না। কিন্তু ধীরে ধীরে আমরা একে অপরের সম্পর্কে জানতে পারছি। মাঠে দুজন আরও ভালো কম্বিনেশনও তৈরি করার চেষ্টা করছি।’

Leave A Reply

Your email address will not be published.