মার্চ থেকে বিমানের যাত্রীসেবা ডিজিটালাইজড করা হবে: প্রধানমন্ত্রী

আগামী মার্চ মাস থেকে বিমানের যাত্রীসেবা পুরোপুরি ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 8,276

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মার্চ মাস থেকেই বিমান বাংলাদেশের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। টিকিট কেনা, রিজারভেশন, বুকিং, চেক-ইন সবই সম্ভব হবে অনলাইনে।
প্রধানমন্ত্রী বলেন, বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত কাজের দক্ষতা আগামীতে আরও বাড়াতে হবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
সরকারপ্রধান বলেন, হয়রানি মুক্ত যাত্রীসেবা নিশ্চিতে কাস্টম সার্ভিস ডিজিটাল করতে হবে। প্রবাসীরা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, সে জন্য বিমানকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্ত ও এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মারক ডাকটিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

 

dhaka post
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছর পূর্তিতে স্বারক ডাকটিকিট

এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আরও ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।

 

Leave A Reply

Your email address will not be published.