সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

0 13,210

বাংলাদেশ জাতীয় দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা উত্তরার বাসায় আইসোলেশনে আছেন।


গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিএনপির মহাসচিবের স্ত্রীর করোনা পজিটিভির রিপোর্টের বিষয়টি নিশ্চিত হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

গতকাল মহাসচিব ও তার স্ত্রী অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। গতকালই স্ত্রী রাহাত আরা বেগমের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। তাদের করোনা পজিটিভির বিষয়টি পারিবারিক ও বিএনপির মিডিয়া উইং নিশ্চিত করেছে।

এদিকে সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।

এর আগে, রোববার (৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯১ জন।
Leave A Reply

Your email address will not be published.