সুইসরাই কিনা বিশ্বকাপে ব্রাজিলের জন্য বড় ধাঁধা!

0 17,108

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে সুইজারল্যান্ড এতবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও খেলতে পারেনি। তিনবার তারা খেলেছে শেষ আটে। কখনও উঠতে পারেনি সেমির মঞ্চে। সেই সুইসরাই কিনা বিশ্বকাপে ব্রাজিলের জন্য বড় ধাঁধা!

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে এর আগে কখনও জিততে পারেনি ব্রাজিল। দুইবার খেলেছে, দুইবারই করেছে ড্র।

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ২০১৮ সালে রাশিয়া আসরের ম্যাচটি হয়েছিল ১-১ ড্র।

বিশ্ব মঞ্চে এর আগের দেখাটি অবশ্য অনেক আগের, সেই ১৯৫০ সালে। সেই ম্যাচেও আসেনি ফল। ব্রাজিল-সুইজারল্যান্ড ড্র করেছিল ২-২’এ।

ফলে বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে ‘প্রথম’ জয়ের খোঁজে আছে দুই দলই। ব্রাজিল এবার নিজেদের প্রথম ম্যাচ সহজেই জিতেছে (২-০) সার্বিয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচ জিতেছে সুইজারল্যান্ডসও। ক্যামেরুনকে তারা হারায় ১-০ গোলে।

বিশ্বকাপে এখন পর্যন্ত সুইস বাধা টপকাতে না পারলেও সবমিলিয়ে এগিয়েই আছে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে তারা। যার মধ্যে তিনটিতে জয় ব্রাজিলের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র।

 

এমএমআর/জিকেএস jago news

Leave A Reply

Your email address will not be published.