ইনজুরিতে মেসি, কতটা শঙ্কার?

0 12,733

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচে পুরো ৯০ মিনিট খেলানো হয়নি লিওনেল মেসিকে। তখন থেকেই গুঞ্জন, মেসি কি চোটে পড়েছেন?

অবশেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের জানালেন, হ্যাঁ, চোট পড়েছেন মেসি। পায়ের (কাফে) ইনজুরিতে শনিবার লিগ ওয়ানের ম্যাচে রাঁসের মাঠে খেলতে পারবেন না তিনি।

তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, মেসির চোট ওতটা গুরুতর নয়। পিএসজি কোচ জানিয়েছেন, শনিবার রাঁসের বিপক্ষে না খেললেও রোববার অনুশীলনে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার।

শুক্রবার সংবাদ সম্মেলনে গাল্টিয়ের বলেন, ‘তাকে (মেসি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি করা হয়েছিল, কারণ তার কাফে কিছুটা সমস্যা হয়েছিল। তবে রোববার অনুশীলনে ফিরবে সে।’

পিএসজি শিবিরে ইনজুরির হানা আছে আরও। ডিফেন্ডার নুনো মেন্ডিস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেশির চোটে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ভুগছেন গলার সংক্রমণে।

গাল্টিয়ের জানালেন, এমবাপেকে বেঞ্চে রাখা হতে পারে। তার বদলে শুরুর একাদশে সুযোগ মিলতে পারে ২০ বছর বয়সী হুগো একিতিকের।

চলতি মৌসুমে নয় ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি লিগ টেবিলে ২৫ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। দ্বিতীয় স্থানে মার্শেই।

এমএমআর/এমএসJN

Leave A Reply

Your email address will not be published.