কাতার ফুটবল বিশ্বকাপ: ৩২ দলের কোচের নাম

আগামী ২১ নভেম্বর কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। প্রতিবারের মতো এবারও ৩২টি দল অংশগ্রহণ করছে এ আসরে। বিশ্বকাপের আগে চলুন দেখে নেয়া যাক এই দলগুলোর কোচের দায়িত্বে কারা রয়েছেন।

0 12,816

গ্রুপ অনুযায়ী ৩২ দলের কোচের নাম

গ্রুপ ‘এ’
কাতার, কোচ: ফেলিক্স সানচেজ
ইকুয়েডর, কোচ: গুস্তাভো আলফারো
সেনেগাল, কোচ: অ্যালিউ সিসে
নেদারল্যান্ডস, কোচ: লুইস ভ্যান গাল

গ্রুপ ‘বি’
ইংল্যান্ড, কোচ: গ্যারেথ সাউথগেট
ইরান, কোচ: দ্রাগান স্কোসিচ
যুক্তরাষ্ট্র, কোচ: গ্রেগ বারহেল্টার
ওয়েলস, কোচ: রব পেইজ

গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা, কোচ: লিওনেল স্ক্যালোনি
সৌদি আরব, কোচ: হার্ভ রেনার্ড
মেক্সিকো, কোচ: জেরার্ডো মার্টিনো
পোল্যান্ড, কোচ: চেজনাও মিকনিয়েভেজ

গ্রুপ ‘ডি’
ফ্রান্স, কোচ: দিদিয়ের দেশম
অস্ট্রেলিয়া, কোচ: গ্রাহাম আরনল্ড
ডেনমার্ক, কোচ: ক্যাস্পনার হুলমান্ড
তিউনিসিয়া, কোচ: জালেল কাদরি

গ্রুপ ‘ই’
স্পেন, কোচ: লুইস এনরিক
কোস্টারিকা, কোচ: ফার্নান্দো সুয়ারেজ
জার্মানি, কোচ: হুলিয়ান নাগেলসম্যান
জাপান, কোচ: হাজিমে মরিয়াসু

গ্রুপ ‘এফ’
বেলজিয়াম, কোচ: রবার্তো মার্টিনেজ
কানাডা, কোচ: জন হার্ডম্যান
মরক্কো, কোচ: ভাহিদ হালিহডজিক
ক্রোয়েশিয়া, কোচ: জ্লাতকো দালিচ

গ্রুপ ‘জি’
ব্রাজিল, কোচ: তিতে
সার্বিয়া, কোচ: দ্রাগান স্টোকোভিচ
সুইজারল্যান্ড, কোচ: মুরাত ইয়াকিন
ক্যামেরুন, কোচ: রিগোবার্ট সং

গ্রুপ ‘এইচ’
পর্তুগাল, কোচ: ফার্নান্দো সান্তোস
ঘানা, কোচ: অত্তো অ্যাডো
উরুগুয়ে, কোচ: দিয়েগো আলোনসো
দক্ষিণ কোরিয়া, কোচ: পাওলো বেন্তো।

Leave A Reply

Your email address will not be published.