কাতার বিশ্বকাপে যে নিয়মের পরিবর্তন আনছে ফিফা

করোনাভাইরাসের কারণে জীবনযাপনে যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনি পরিবর্তন এসেছে ফুটবলেও। কাতার বিশ্বকাপকে সামনে রেখে আরেক পরিবর্তন আনল ফিফা। আগে নিয়ম ছিল, কোনো টুর্নামেন্টে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে জেতে হবে। এখন এ নিয়মে কিছু পরিবর্তন এনেছে ফিফা। ইউরো ২০২০ এর মতো কাতার বিশ্বকাপেও ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নেয়ার সুযোগ দিচ্ছে ফুটবল নিয়ন্তা সংস্থা।

0 12,753

কাতার বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু নতুন নিয়মের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যেমন ৯০ মিনিটে পাঁচ বদলির নিয়ম। করোনার কারণে ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর বাড়তি ধকল যেন না পড়ে, সেটা নিশ্চিত করতে সৃষ্ট এ নিয়ম এখন সব প্রতিযোগিতাতেই প্রযোজ্য। আর ইউরো ২০২০ এর মতো কাতার বিশ্বকাপে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নেয়ার সুযোগ দিচ্ছে ফিফা।

এবার বিশ্বকাপ হচ্ছে এশিয়ার দেশ কাতারে। মধ্যপ্রাচ্যের এ দেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে বলে স্টেডিয়ামগুলোতে এয়ারকন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, জুন-জুলাইয়ের গরমে মানিয়ে নেয়া কঠিন বলে এবার বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। মৌসুমের মাঝপথে এভাবে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন হওয়ায় বিশ্বকাপের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।

ব্যুরোর নেয়া সিদ্ধান্তগুলো হলো:

– প্রাথমিক তালিকায় ৩৫–এর বদলে ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে।

– চূড়ান্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে, আর সর্বোচ্চ যা ২৬ জন হতে পারবে।

– চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় ক্লাবে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২–এর ১৩ নভেম্বরে।

– দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি খেলোয়াড় এবং ১১ কর্মকর্তা’দের একজন অবশ্যই দলের চিকিৎসক) ম্যাচ চলার সময় দলের বেঞ্চে বসতে দেয়া হবে না।

Leave A Reply

Your email address will not be published.