সারা দেশে টিকা কার্যক্রম জোরদার

করোনা সংক্রমণ বাড়ায় সারা দেশে টিকা কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

0 10,146

গাদাগাদি করে টিকা দেওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা।

করোনাকালেও দেশের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি।

সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে মুন্সিগঞ্জ শহরের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার  (২০ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় দ্বিতীয় ডোজ গ্রহণের কর্মসূচি। আর প্রথম ডোজ গ্রহণ করেন জেলার ১ লাখ ২২ হাজারেরও বেশী শিক্ষার্থী। টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১১ তম দিনের মতো শুরু হয় টিকাদান কর্মসূচি। আগামী চলতি মাসে নগরীর সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা শিক্ষা অফিস।

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের পাশাপাশি টিকা নিচ্ছে স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। বুথ স্বল্পতায় অনেকটা গাদাগাদি করেই টিকা নিচ্ছেন তারা। এতে সংক্রমণের ঝুঁকির আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এছাড়া বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

Leave A Reply

Your email address will not be published.