বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে যথাযথ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 15,041

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, তিনটি ক্যাটাগরি তৈরি করে টাকা খরচের সীমা বেঁধে দেয়া হয়েছে। শিগগিরই দরকার নাই এমন সব জিনিসপত্র ক্রয় না করতে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোকে ৩টি ভাগে ভাগ করা হবে।

১. ক্যাটাগরির প্রকল্পে পুরো টাকা খরচ করা হবে ২. ক্যাটাগরিতে ৭৫ শতাংশ খরচ করা যাবে ৩. ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।

এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণও আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.