সিলেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চট্টগ্রামের

চট্টগ্রামে বাজে পারফরম্যান্সের পর সিলেট পর্ব নিয়ে আশাবাদী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্তর্কোন্দল ভুলে আরও একবার নতুন করে শুরু করতে চায় তারা। অন্য দলগুলো আজ গেলেও ইতোমধ্যে দুই সেশনে অনুশীলন করেছেন নাসুম-রাজারা। বাজে হার ও মাঠের বাহিরের বিতর্কে এড়িয়ে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় দলটি। দলে থাকা ঘরের ছেলেদের ওপর ভর করেই বাজিমাত করতে চায় দলটি।

1 9,506
সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা পর্বে পয়েন্ট তালিকার টপে থাকা দলটির উল্টোযাত্রা শুরু হয় চট্টগ্রামে পা দিয়েই। একের পর এক বিতর্ক দলটির মাঠের খেলায় ফেলে বাজে প্রভাব। টুর্নামেন্টের মাঝপথে কোচের হুট করে চলে যাওয়া ম্যাচের ৩ ঘন্টা আগে অধিনায়ক মিরাজের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এবং মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব, ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জনে বিধ্বস্ত দল ঘুরপাক খেতে থাকে হারের বৃত্তে।

উইল জ্যাকস আর বেনি হাউয়েল চেষ্টা করলেও ভাগ্য ফেরাতে পারেন নি দলের। টপ অর্ডার থেকে মিডল অর্ডারে বারবার পরিবর্তন আসলেও প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়ার সাহসটাই ছিলো না দলটার মাঝে। টপে থাকা দলটিই ঢাকার ফিরতি পর্ব শেষে এখন ৬ দলের মধ্যে ৫ নম্বরে। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি।

অতীত পেছনে ফেলে চট্টগ্রামের দলটির সব মনোযোগ এখন সিলেটে। সিলেটের পূণ্য ভূমিতে সবার আগে পৌঁছে গিয়ে জোর অনুশীলন করছে দলটি। এখান থেকেই নতুন গল্প লিখতে মুখিয়ে চ্যালেঞ্জার্স বাহিনী। চট্টলার দলের হয়ে খেললেও সিলেটের এই মাঠটি রীতিমতো নিজের বাড়ির উঠোনের মতো নাসুম এবং রাজার কাছে। বাড়ির পাশের এ উইকেট এবং কন্ডিশন হাতের উলটো পিঠের মতো চেনা তাদের কাছে। অন্য দলগুলোর তুলনায় এই একটা জায়গায় এগিয়ে থাকলেও সেটাকে নিয়ে খুব বেশি না ভেবে মাঠের খেলায় মনোযোগ সবার।

সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যালেঞ্জার্সদের সিলেট পর্ব।

1 Comment
  1. I was excited to uncover this page. I wanted to thank you for your time for this particularly fantastic read!! I definitely loved every little bit of it and I have you saved as a favorite to look at new stuff on your blog.} {visit the following web site|visit the following site|visit the following web site|Visit Homepage|visit the following web site|visit my webpage|visit the following internet site|visit the following webpage|visit the following site|visit the following internet site

Leave A Reply

Your email address will not be published.