‘জামিন দেয়া না দেয়ার পেছনে দেশের পরিস্থিতিও বিবেচনা করা হয়’

কোনো আসামিকে জামিন দেয়া না দেয়ার পেছনে শুধু আইন নয়, দেশের সার্বিক পরিস্থিতিও বিবেচনায় নেয়া হয় বলে মন্তব্য করেছেন আদালত।

0 13,204

সোমবার (২৯ আগস্ট) হাইকোর্টে একটি দুর্নীতি মামলার শুনানি চলাকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা কোনো আসামিকে জামিন দেয়া না দেয়ার পেছনে শুধু আইন-কানুনই পর্যালোচনা করে থাকি এমনটা নয়; বরং দেশের সার্বিক চিত্র বিবেচনায় নিয়ে থাকি।

দুর্নীতি এবং অর্থ পাচারের ২৪টি মামলায় জামিন নিতে আসা এক আইনজীবীকে উদ্দেশ করে আদালত এ মন্তব্য করেন।

পরে শুনানি শেষে আদালত জানান, আগামী ৬ মাসের মধ্যে মামলাগুলোর চার্জশিট দেয়ার আদেশ দিতে চান তারা।

কিন্তু আসামিপক্ষের আইনজীবী মামলাগুলো হাইকোর্টে না চালানোর আদেশ চান। পরে সেই আদেশটিই দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.