“২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ৫০ কি.মি. সাইক্লিং এক্টিভিটি ” শিরোনামে আজ শুক্রবার, ১৯ মে ২০২৩ ইং তারিখে প্যাডেল গ্যাং এর পক্ষ দেশব্যাপী ৪১০০ সাইক্লিস্টস নিয়ে বিশ্ব রেকর্ড করার জন্য প্রচেষ্টা করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে আরো বেগবান করতে সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল ভাবে সম্পন্ন হবে। অংশগ্রহণকারী সাইক্লিস্টরা মোবাইলে সাইক্লিং এপ্লিকেশন বা জিপিএস ডিভাইস ব্যবহার করে সম্পূর্ণ ওয়ার্কআউটটির তথ্য সংরক্ষন করে জমা দিবে, যা পরবর্তীতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড – অফিসিয়াল এটেম্পট হিসেবে জমা দেয়া হবে গিনেজ কর্তৃপক্ষের নিকট।
সাইক্লিংকে জনপ্রিয় করার লক্ষ্যে অন্যান্য সাইক্লিং গ্রুপের মতো প্যাডেল গ্যাং কাজ করে যাচ্ছে। প্যাডাল গ্যাং গ্রুপের যাত্রা শুরু ২৯ মার্চ ২০১৭ এ। প্যাডেল গ্যাং কোন গ্রুপ নয়, এটি একটি পরিবার। প্রতি শুক্রবারে নিয়মিত রাইড পরিচানা করা হয়ে এবং এর পাশাপাশি নতুন সাইক্লিস্ট তৈরি করতে “বিগেনার্স লেসন” আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করতে প্যাডেল গ্যাং বিশ্ব রেকর্ড করার পরিকল্পনা করেছে। তরুণদেরকে সাইক্লিং এ উৎসাহ প্রদান করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাইকেল এর ভূমিকা অনস্বীকার্য ।