দ্বাদশ নির্বাচনের রোডম্যাপ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের রোডম্যাপ আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্য নিয়ে কাজ করবে কমিশন। এদিকে ইভিএম নিয়ে নানা অভিযোগের জবাবে প্রকল্প পরিচালক বলছেন, এখন পর্যন্ত এ মেশিনের ত্রুটি কেউ প্রমাণ করতে পারেনি। প্রয়োজনে তা প্রমাণে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

0 244

দিন যতই বাড়ছে রাজনীতির অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বসে নেই কমিশনও। আসছে এ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসেছে সংলাপে। সিদ্ধান্ত হয়েছে, আসছে নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের।


এমন অবস্থায় নির্বাচন কমিশন বলছে, আসছে নির্বাচন কীভাবে হবে। নির্বাচন কমিশন কখন কী পদক্ষেপ নেবে। এসব বিষয় চূড়ান্ত করেছে তারা। শিগগিরই প্রকাশ হবে রোডম্যাপ।

নির্বাচন কমিশন মনে করে, তাদের যে কোনো কাজে বিতর্ক হবেই; তাই কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর কথা বিবেচনায় না রেখে নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের সব কাজ নিয়ে বিতর্ক থাকবে। কারণ এমন কিছু করতে পারব না, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আমরা দেখব, দেশ ও জনগণের স্বার্থে কাজটি করছি কি না। নিরপেক্ষ ভোটের স্বার্থে করছি কি না।’

এদিকে ইভিএম নিয়ে নানা কথার মধ্যে এর প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রকিবুল হাসান বলছেন, নানা জন নানা প্রশ্ন তুললেও মেশিনের কোনো ভুল ধরতে পারেনি কেউ। এ ব্যাপারে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

কমিশনের কাছে বর্তমানে প্রায় দেড় লাখ ইভিএম মেশিন মজুদ রয়েছে, যা দিয়ে ৭০ থেকে ৮০ আসনে ভোট নেয়া সম্ভব। 
Leave A Reply

Your email address will not be published.