বিশ্বকাপের জন্য জীবন দিতে চান নেইমার

চলতি বছরের নভেম্বরে কাতারে বসছে বিশ্বকাপের ২২তম আসর। এ টুর্নামেন্টে শিরোপা জিতেই বছর শেষ করতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এর জন্য প্রয়োজনে জীবনও নাকি দিতে প্রস্তুত তিনি।

0 10,229

ফ্লামেঙ্গোর দিয়েগো রিবাসের সঙ্গে এক লাইভে নেইমার বলেন, ‘আমি বিশ্বকাপ শিরোপা হাতে বছর শেষ করতে চাই। এ জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করছি, যাতে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারি।’

গত বছর ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হারতে হয় তাদের। সে ম্যাচে সবটুকু উজাড় করে দিয়েও জয় বঞ্চিত হন নেইমাররা। কিন্তু এবার ব্যর্থতার গল্প লিখতে নারাজ ব্রাজিলিয়ান সুপারস্টার। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এটার (বিশ্বকাপ) জন্য আমার জীবন দিয়ে দেব। দুবার বিশ্বকাপ খেলেছি, তাই এই টুর্নামেন্টের ধরন আমার ভালোই জানা আছে। অপ্রস্তুত থাকলে সুযোগ অপেক্ষা করবে না। তাই আমি এটাকে ছেড়ে দিতে পারি না।’

রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে ছিটকে গেছে পিএসজি। যদিও নেইমার খুব করে চেয়েছিলেন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে। এ সম্পর্কে নেইমার বলেন, ‘সত্যিই আমি চেয়েছিলাম পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। দুর্ভাগ্যবশত আমরা এ বছরও তা পারিনি।’

অতিরিক্ত ডাইব আর সমালোচিত কাজের জন্য প্রায়ই নেইমারকে নিয়ে ব্যঙ্গ করে থাকেন সমর্থকরা। মাঝে মাঝে তোপের মুখেও পড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে। এসব একদমই দেখতে চান না নেইমার। তিনি বলেন, ‘ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার হোক, কেউই এটা চায় না। এটা খুবই দুঃখজনক। কিন্তু আমাকে কোথাও না কোথাও থেকে শক্তি খুঁজে নিতে হবে। যাদের কারণে আমি এ অবস্থানে এসেছি তাদের আমি স্মরণে রেখেছি। তাদের জন্যই খেলার চেষ্টা করি। মানুষের সমালোচনার শিকার হয়ে আমি প্রভাবিত হতে চাই না। আমার পরিবারের মাথাও নত করার কোনো ইচ্ছা নেই।’

Leave A Reply

Your email address will not be published.