পুরনো মামলা সচলের অভিযোগ ফখরুলের

আগামী নির্বাচন নিয়ন্ত্রণে রাখতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পুরনো মামলা আওয়ামী লীগ সরকার আবারও সচল করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0 20,488

বুধবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, গুম-খুনের কথা বলতে বলতে আমরা ক্লান্ত। এখন আর কথা নয়, কাজের সময়। কঠোর আন্দোলনে সরকার পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

গুম-খুনের মতো ঘটনায় ভীতির সঞ্চার তৈরি করে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশে বিরোধী মতের নেতাকর্মীদের গুম-খুন হওয়ার ঘটনায় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, যা প্রমাণ করে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ও মার্কিন মানবাধিকার রিপোর্ট।

এ ছাড়া ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা আর জনগণের অধিকার আদায়ে বিরোধী মতের আন্দোলনের সময় পুলিশের সক্রিয়তা কেন, এমন প্রশ্নও তোলেন বিএনপি এ নেতা। 

Leave A Reply

Your email address will not be published.