ঢাকা থেকে ভিসা দেওয়ায় রোমানিয়াকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়ায় রোমানিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

0 15,017

দিল্লির রোমানিয়ান দূতাবাস বাংলাদেশিদের জন্য ২০২০ সালে ৫৮০টি, ২০২১ সালে দুই হাজার ৮৬৯টি এবং ২০২২ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ১৮০টি ভিসা দিয়েছে।

বর্তমানে ঢাকা থেকে ভিসা দিচ্ছে রোমানিয়া।

সোমবার (৯ মে) মোমেন বলেন, ‘২০২১ সালের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে আমার ফলপ্রসূ বৈঠকের পর বাংলাদেশিদের নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য আমরা রোমানিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকেও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি বৈধ কাজের ভিসা নিয়ে রোমানিয়ায় যাচ্ছেন।

উল্লেখ্য, এতদিন বাংলাদেশে রোমানিয়ার কোনো দূতাবাস বা কনস্যুলেট ছিল না। গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে বাংলাদেশে কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।

Leave A Reply

Your email address will not be published.