প্রথম টেস্টে জয়ের পর টাইগার একাদশে ‘পরিবর্তন’!
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে রোববার (৯ জানুয়ারি) কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগার বাহিনী। দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৪টায়। এ ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে পরিবর্তন।
প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। তার বদলে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে নাঈশ শেখ কিংবা ফজলে মাহমুদ রাব্বিদের মধ্যে যে কোনো একজনকে, এছাড়া অন্য সব কিছুই ঠিক থাকতে পারে- বলছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকবাজের প্রতিবেদন।
আগের ম্যাচের মতোই এ ম্যাচেও বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় প্রভাবক হতে পারেন পেসাররা। কেননা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল যে পেসার বান্ধব! এ মাঠের সবুজ উইকেটে নিয়মিত ঝড় তুলেন ফাস্ট বোলাররা। সবুজ উইকেটে থেকে বাংলাদেশি পেসাররাও সুবিধা আদায় করতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ক্রাইস্টচার্চের মতো ভেন্যু বিশ্বে খুব কমই আছে, যেখানে পেসারদের দাপট চলে। নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেস বোলিং লাইনআপ বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে আশাবাদী কোচ, কারণ বাংলাদেশেরও পেস বোলিং লাইন আপটাও দারুণ। প্রথম টেস্টে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন পেসাররাই। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামরা ক্রাইস্টচার্চ টেস্টেও জয় এনে দেওয়ার যোগ্যতা রাখেন, সেই আত্মবিশ্বাস আছে ডমিঙ্গোর।
দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সবুজ পিচ নিয়ে তাই পাল্টা হুঙ্কার দিয়ে রাখছেন কিউইদের। ডমিঙ্গো বলেন, ‘আমি এখনো পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটা আমাদেরও সুবিধা দেবে।’
নিজের দলের পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ডমিঙ্গো বলেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচুমানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’
বাংলাদেশের তিন পেসার যেমন বোলিং করেছেন মাউন্ট মঙ্গানুইয়ে, তেমনটা ক্রাইস্টচার্চে করতে পারলে ম্যাচ অনেকটা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। তবে এর আগে টসে জিততে হবে বলে মনে করেন কোচ। কারণ টস এমন পিচের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।