চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

0 8,660

চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সহস্র কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীর অশ্রুজলে শেষ বিদায় নিলেন এ কিংবদন্তি।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। পরে বিকেল ৩টায় সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়।

চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

জানাজা ও দাফনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, তার হাতে গড়ানো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এরআগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রিজার ভ্যানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়। জুম্মার নামাজের আগ পর্যন্ত বিভিন্ন শ্রেনিপেশার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

 

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম jn

Leave A Reply

Your email address will not be published.