ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা স্যাম কারান

0 12,787

মেলবোর্নে টস জয়ের পরই যেন চ্যাম্পিয়নশিপের মুকুটে মাথাটা গলিয়ে দিয়েছিলো ইংল্যান্ড। বাকি কাজটুকু সেরে দেন স্যাম কারান। তরুণ এই পেসারের হাতেই আর সবচেয়ে বেশি মার খেতে হলো পাকিস্তানি ব্যাটারদের। ৪ ওভার বল করে দিলেন মাত্র ১২ রান। উইকেটও নিলেন তিনটি। মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং মোহাম্মদ নওয়াজের মত ব্যাটারের উইকেট নিলেন তিনি।

শেষ দিকে রান তাড়া করতে গিয়ে বেন স্টোকসও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৪৯ বলে করেছেন অপরাজিত ৫২ রান। স্টোকসের এই অসাধারণ ব্যাটিং সত্ত্বেও ফাইনালের জন্য সেরা হিসেবে স্যাম কারানকেই বেছে নিলেন বিচারকরা। কারণ, কারানের সাঁড়াসি বোলিংয়ের কারণেই ১৩৭ রানে থামতে বাধ্য হয়েছিল পাকিস্তানিরা।

শুধু ম্যাচ সেরাই নন, পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করেছেন এই তরুণ ইংলিশ পেসার। বল হাতে টুর্নামেন্টজুড়ে নিয়েছেন সর্বোচ্চ ১৩ উইকেট। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পেছনে এটা অনেক বড় একটি অবদান। যার ফলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

বিস্তারিত আসছে

আইএইচএস/JN

Leave A Reply

Your email address will not be published.