বৃহস্পতিবার ভূমিহীনদের ২৬,২২৯টি ঘর দেবেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) সারা দেশে ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 8,933

বুধবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান।

এ সময় তিনি জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলায় মোট ৪ হাজার ৮৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেয়া হবে।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণই আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য। 

Leave A Reply

Your email address will not be published.