মুজিবনগর টু আখাউড়া সফলভাবে ক্রসকান্ট্রি রাইড সম্পূর্ণ করলেন পতেঙ্গার ফাহিম আফজাল।
প্রতিবেদকঃ ইসমাইল হোসেন নয়ন
বর্ডার টু বর্ডার সাইক্লিং এর জন্য আলোচিত রুটগুলির মধ্যে সবচেয়ে ছোট বা কম দুরত্বের রুট হল এটি। দেশের মোটামুটি মাঝখান দিয়ে আড়াআড়ি পূর্ব-পশ্চিমে চলে গিয়েছে এটি। একপাশে মেহেরপুরের মুজিবনগর, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত।
বর্ডার টু বর্ডার এই রাইডটি সফলভাবে সম্পূর্ণ করেছে চট্টগ্রামের পতেঙ্গা সাইক্লিস্ট চিটাগং এর এডমিন মোঃ ফাহিম আফজাল।
বর্ডার টু বর্ডার এই রাইডে তিনি পাড়ি দেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
সাইক্লিং নতুনভাবে দেশকে দেখতে শেখাচ্ছে লাখো তরুনকে। ভ্রমণের ফলে তাদের অভিজ্ঞতার ঝুলিতে যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। এমন বর্ডার টু বর্ডার ক্রস কান্ট্রি সাইক্লিং হতে পারে আরও অনেক পথেই।
CONGRESS