রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ী থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড গুলি ও সাতটি ম্যাগজিনসহ রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫।
রোববার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক রবিউল চাঁপাইনবাবগঞ্জের তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
এ সম্পর্কিত আরো পোস্ট:
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল বলেন, জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রাখেন তিনি
র্যাবের দাবি, গ্রেফতার ওই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।