৭৫ শতাংশ জনগোষ্ঠীকে করোনার টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের মধ্যে ২৫ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। টার্গেটের জনসংখ্যার প্রায় শতকরা ৯৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আর দেশের জনসংখ্যা অনুযায়ী ৭৫ শতাংশ টিকা দেওয়া হয়েছে।

0 12,796

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
এ সময় জাহিদ মালেক বলেন, বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল রয়েছে। টিকা কার্যক্রমও সফলতার সঙ্গে হচ্ছে।  
 

অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।  দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি এবং থাকব।  
 
 
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার আব্দুল্লাহিল বাকী, পৌরসভার মেয়র রমজান আলী, জেলা সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ আরও অনেকে।
Leave A Reply

Your email address will not be published.