জিম্বাবুয়ে-চ্যালেঞ্জ সামনে রেখে ব্রিসবেনে টাইগাররা

0 12,852

জিম্বাবুয়ে বাংলাদেশের পছন্দের প্রতিপক্ষ, সেটা কে না জানে! এই দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টাইগাররা, তাই তাদের সঙ্গে আলাদা একটা সখ্য, কিংবা খেলার মাঠের শত্রুতাও আছে বটে!

বেশ কয়েক বছর জিম্বাবুয়েকে বলেকয়েই হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল খেলেছে ১৯ ম্যাচে। যেখানে বাংলাদেশের জয় ১২টি, বাকি ৭টি জিম্বাবুয়ের।

তবে এখন পরিস্থিতি কিছুটা বদলে গেছে। জিম্বাবুয়ে দল অনেকটা লড়াকু মানসিকতায় ফিরে এসেছে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে ২-১ ব্যবধানে।

এই জিম্বাবুয়ে বিশ্বকাপেও চ্যালেঞ্জ জানাচ্ছে বড় দলগুলোকে। বাছাইপর্ব পেরিয়ে আসার পর তারা সর্বশেষ ম্যাচে হারিয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে।

অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ‘গো-হারা’ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। সিডনির সেই ব্যর্থতা কাঁধে নিয়ে বাংলাদেশ দল এখন ব্রিসবেনে। এখানেই রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ টাইগারদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ব্রিসবেনে আজ পৌঁছার পর ভ্রমণক্লান্তি কাটাতে বিশ্রাম নেবেন সাকিব আল হাসানরা, নেই কোনো অনুশীলন। ম্যাচের আগের দিন শনিবার দলীয় অনুশীলনে নামবে টাইগাররা।

এমএমআর/এএসএম JN

Leave A Reply

Your email address will not be published.