বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ছালেহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং তার ঘনিষ্ঠ সহচর ছিলেন। অত্যন্ত কর্মীবান্ধব এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ছাত্রজীবনে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শুদ্ধ রাজনীতির চর্চায় তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবেন।