কর ফাঁকির মামলায় ড. কামালের রিট শুনানি মুলতবি

কর ফাঁকির মামলায় ড. কামাল হোসেনের রিট শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

0 12,719

রোববার (১২ জুন) বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির নতুন দিন ধার্য করেন। সেই সঙ্গে ড. কামালের ট্যাক্স কনসালট্যান্টকে হাজির হতে বলেছেন হাইকোর্ট।

জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে ড. কামাল হোসেন ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা আয় দেখিয়ে রিটার্ন দাখিল করেন। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা ট্যাক্স এবং ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করে।

রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেন ড. কামাল হোসেন। আপিল ট্রাইব্যুনাল তার আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টে রিট করেন কামাল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.