বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করায় টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করায় টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বরখাস্তের আদেশে টিটিই এর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে রেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় রেল দফতর জানায়, বৃহস্পতিবার (৫ মে) রাতে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে ঈশ্বরদী থেকে তিন যাত্রী বিনা টিকেটে ট্রেনে উঠেন। কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম টিকেট চেকিং করার সময় তাদেরও টিকেট দেখতে চাইলে তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন।
টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন।