দক্ষিণাঞ্চলেও রেললাইন হবে: প্রধানমন্ত্রী
দেশের দক্ষিণাঞ্চলেও রেললাইন স্থাপন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সেবার মানোন্নয়নে লোকবল বাড়ানো হবে। রেলের বহরে সদ্য সংযুক্ত নতুন ৪৬টি লোকমোটিভ ঈদযাত্রা নির্বিঘ্ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার (২৭ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং নতুন ৪৬টি রেল ইঞ্জিন উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, বিএনপি রেলসেবা বন্ধ করতে চাইলেও বর্তমান সরকার এ সেবা সম্প্রসারিত করেছে।
এ সময় তিনি বলেন, অতীতে বিশ্বব্যাংকের পরামর্শে রেল বন্ধের চেষ্টা করা হলেও সেই খাতকে লাভজনক করা বর্তমান সরকারের সাফল্য।
লোকবল সংকট কাটাতে হবে রেলওয়েকে- একথায় জোর দিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয়বার যখন আমি সরকারের আসি তখন সিদ্ধান্ত নেই রেলের জন্য আলাদা মন্ত্রণালয় করার। কারণ আলাদা মন্ত্রণালয় না করলে আলাদা বাজেট পাবে না, আলাদাভাবে প্রজেক্ট নিতে পারবে না, কাজ করতে পারবে না। তাই ২০০৯ সালে সরকারে আসার পর এ সিদ্ধান্ত নেই এবং ২০১১ সালে আমি রেল মন্ত্রণালয় গড়ে তুলি। রেল সম্প্রসারণ করা, রেলকে আরও উন্নত করা, মানসম্পন্ন করা; মানুষ যাতে রেলে যাতায়াত করতে পারে, পণ্য পরিবহন করতে পারে সেই ব্যবস্থাটা আমি নেই।