সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের কারণ জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনকে সুরক্ষিত করতে, সুন্দর জীবন ব্যবস্থা গড়তেই সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১ মার্চ) ‘জাতীয় বীমা দিবস-২০২২’-উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমরা সবার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এতে সবার জীবনের নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে।
প্রতিবছরের মতো এবারও এই খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের বিমা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য চালু করা বঙ্গবন্ধু সুরক্ষা বীমার দলিল হস্তান্তর করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৬ দফা দাবি কোনো বিশেষজ্ঞদের নিয়ে নয়। এটি প্রণয়ন করেছিলেন জাতির পিতা নিজেই।