শিগগিরই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু: শিক্ষামন্ত্রী

চলমান টিকা কার্যক্রমের সঙ্গে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ক‌রোনা টিকা প্রদান কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

0 4,978

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সংশ্লিষ্ট অধিদফতরগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা অবশ্যই নিশ্চিত করা হবেG

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. গিয়াসউদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.