ফিফা র্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের
ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৭ থেকে একধাপ এগিয়ে জামাল ভূঁইয়াদের অবস্থান এখন ১৮৬তম স্থানে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৭.৮।
সবশেষ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ২-১ গোলে। চার জাতি টুর্নামেন্টের সে ম্যাচে হারায় ফাইনালে ওঠা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। ১৬ নভেম্বর শ্রীলঙ্কার রেসকোর্স মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরে মারিও লেমোসের শিষ্যরা। তবে ম্যাচের ৯০তম মিনিটে বাংলাদেশের ডি বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড় ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করে জালের দেখা পান ওয়াসেক রাজ্জাক।