পৃথিবী সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুস্পষ্ট ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

0 10,205

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পালাউয়ের কোররে ৭ম ‘আওয়ার ওশান কনফারেন্স’-এ বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘পৃথিবীর সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই মহাসাগর এবং ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ করতে হবে।’
আব্দুল মোমেন আরও বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণ, সমুদ্র-সম্পদের বেপরোয়া আহরণ ও উপকূলীয় আবাস ও জলজ-সম্পদ ধ্বংস করার কারণে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সেবা প্রদানে মহাসাগরের সক্ষমতা হ্রাস পেয়েছে।
মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে মহাসাগর, সাগর ও সমুদ্র-সম্পদ ধ্বংস হচ্ছে এবং এগুলো ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, এসডিজি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ অবৈধ, অনবহিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার বন্ধ করতে একটি ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন গ্রহণ এবং
সেন্ট মার্টিন দ্বীপে একটি নতুন মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করাসহ পাঁচটি নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
Leave A Reply

Your email address will not be published.