দেশ ছাড়ার আগে যা বললেন সাকিব
বিশ্রামের সিদ্ধান্ত পাল্টে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে। রোববার (১৩ মার্চ) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন তিনি।
দেশ ছাড়ার আগে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতার আশা তার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রত্যাশা তো থাকবেই আমরা সিরিজ জিতব। কিন্তু একটা ম্যাচও যদি জিততে পারি তাহলে আমার মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে। আমার ধারণা পুরো দলেরই একই রকম টার্গেট থাকবে এবং সেভাবে আমরা প্রস্তুতি নেব।’
সাংবাদিকদের পক্ষ থেকে সাকিবকে জিজ্ঞাসা করা হয় কতটা স্বস্তি নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার বলন, ‘অনেকটাই স্বস্তি নিয়ে যাচ্ছি। দলের সঙ্গে থাকাটা তো সব সময় ভালো ব্যাপার, মজার ব্যাপার। যেটা লাস্ট পনেরো বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। বাট দলের সাথে থাকাটাই একটা আনন্দদায়ক ব্যাপার। আশা করি সবাই মিলে একটা ভালো রেজাল্ট আনতে পারব।’
এর আগে সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে ১২ মার্চ বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৈঠক শেষে তিনি বলেন, বোর্ড যেভাবে বলবে এখন থেকে সেভাবেই চলবেন তিনি। বিশ্রামও ভেঙে বাংলাদেশের হয়ে খেলার কথা জানান তিনি।
বিশ্রাম ভাঙা সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেওয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’