বাড়বে শীত, হবে শৈত্যপ্রবাহ
আবহাওয়ার এ অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এখন মাঘ মাস চলছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সারাদিন রাজধানীতে বৃষ্টি ছিল। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই রোদের দেখা পাওয়া যায়। মেঘ কেটে যাওয়ায় রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে বইতে পারে শীতের বাতাস। সেই সঙ্গে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (৬ ফেব্রুয়ারি) রাতের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের বেশির ভাগ জায়গায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।