ঈদযাত্রায় ট্রেনে নারীদের আলাদা বগি

দেশে প্রথমবারের মতো ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

0 3,160

আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৩ এপ্রিল) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

ঈদযাত্রায় নারীদের দুর্ভোগ লাঘবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

জানা গেছে, এবার ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে সারাদেশে। আর যাত্রীর চাপ সামলাতে রেলের বহরে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে।

রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু নারী যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে বলেও জানান তিনি।

এর কারণ দেখিয়ে মন্ত্রী জানান, নারী, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য এ ব্যবস্থা করা হয়েছে।

‘নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে।’

এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী জানান, আপাতত এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক রাখা হয়েছে। চেষ্টা করা হবে এই সুবিধাগুলো সব সময় রাখার।

Leave A Reply

Your email address will not be published.