খাগড়াছড়ির রামগড়ে রাশেদা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে উপজেলার বলিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে।
বর্তমানে নিহতের স্বামী ওমর ফারুক পুলিশ হেফাজতে রামগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামুসজ্জামান জামান বলেন, “তিন বছর আগে সোনাপুল বাজারের ফল ব্যবসায়ী ওমর ফারুকের সাথে রাশেদা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এরই জেরে রাশেদা আক্তারকে খুন করা হতে পারে।”
স্ত্রীর মৃত্যুর পর শোকে অজ্ঞান হয়ে যান স্বামী ওমর ফারুক।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।