রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার বেতাগী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড নিয়াজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম সুমাইয়া আক্তার (১৫)। সে ওই এলাকার প্রবাসী আবদুর রশীদের মেয়ে এবং কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য আবু মনছুর জানায়, বুধবার রাত ৮টার দিকে সুমাইয়া রান্নাঘরে চায়ের পানি চুলায় দিতে যায়। এসময় অন্ধকারে একটি বিষধর সাপ পায়ে দংশন করে। তবে সাপে কামড় দেওয়ার বিষয়টি তখনো আঁচ করতে পারেনি সে। তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা এসে ক্ষতস্থানে ব্যথানাশক মলম লাগিয়ে দেয় এবং হাত বেঁধে দেয়। এর কিছুক্ষণ পর তার অবস্থা খারাপ হতে থাকলে স্বজনরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমাইয়া পরিবারে ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার বড়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিয়াজপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।