খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। আওয়ামী লীগর নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শূন্য হওয়া সভাপতির পদে তাকে দায়িত্ব দেয়া হয়। গতকাল বুধবার তাকে এ পদে মনোনীত করা হয়। দীপংকর তালুকদার দীর্ঘ ২৪ বছর ধরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ছয়টি জাতীয় সংসদ নির্বাচনে ছয়বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।