বাইক নিয়ে দুই বন্ধু বেড়াতে বের হয়ে এক বন্ধু ফিরল লাশ হয়ে। আরেক বন্ধু হাসপাতালে মৃত্যুশয্যায়। মীরসরাই উপজেলার বিশুমিয়া সংযোগ সড়কের পশ্চিম মলিয়াইশ বানাতলি এলাকায় গত রোববার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে একজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
জানা গেছে, রোববার বিকেলে শাহরিয়ার মোহাম্মদ ইমন (১৮) ও নাফিজ উদ্দীন শাহীন (১৮) দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিশুমিয়া সড়কের পশ্চিম মলিয়াইশ বানাতলির দিক থেকে আসা সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নেয়া হলে ইমনের মৃত্যু হয়। শাহিনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, নিহত ইমন পশ্চিম মলিয়াইশ গ্রামের সারেং বাড়ির সাবেক ইউপি সদস্য শাহ আলমের একমাত্র পুত্র। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহত শাহিনের অবস্থাও আশঙ্কাজনক।