চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ৬০ বছর বয়সী এক কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।
তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন ওই কর্মচারী। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সোমবার সকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।-বাংলানিউজ
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮৫ জন। রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।