রুপম পান্থ, পটিয়া প্রতিনিধিঃ- পটিয়া উপজেলা, ১১নং কেলিশহর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন, ১১নং কেলিশহর ইউনিয়নের চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি বাবু, সরোজ কান্তি সেন নান্টু। এ সময় উপস্থিত ছিলেন, সম্ভু দে (মেম্বার), মোঃ নুরুল ইসলাম (বাছা) (মেম্বার), মোঃ ইসহাক (মেম্বার), বাবু কাজল দে (মেম্বার), পটিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হান্নান আলম, রাজীব চক্রবর্তী ও পটিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু রতন চক্রবর্তী। বাবু, সরোজ কান্তি সেন নান্টু বলেন, করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মধ্যে জনগোষ্ঠী এই মুহূর্তে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক থেকে শুরু করে নানা পেশার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জনমনে আতঙ্ক এবং অনিশ্চয়তা দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ স্বচ্ছতার সহিত অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সামাজিক দুরত্ব বজায় রেখে জনগণের নিকট খাদ্য সামগ্রী বিতরন করা হয়।