চট্টগ্রামের পতেঙ্গায় ছুরিকাঘাতে শফিকুল ইসলাম শরীফ (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শরীফ নেত্রকোনার কেন্দুয়া থানার আবুল কালামের ছেলে।
রবিবার (২১ মার্চ) বিকাল ৫টায় পতেঙ্গার র্যাব-৭ এর গলিতে এই ঘটনা ঘটে। পরে শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ মার্চ) ভোরে তার মৃত্যু হয়। তবে তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে তা এখনো জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার অলক বিশ্বাস।